বেআইনি মদ বিক্রি রুখতে অভিযান জলপাইগুড়িতে, ধৃত ৩২
বেআইনি মদ বিক্রি রুখতে দিনভরই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন : রঙের উত্সবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে মদের দোকান বন্ধ রাখতে নির্দেশ জারি করা হয়েছে। মদ বিক্রি রুখতে চলছে প্রশাসনের কড়া নজরদারি। কিন্তু তারমধ্যেই প্রশাসনের চোখ এড়িয়ে চলছিল বেআইনি মদ বিক্রি। অভিযানে নেমে কমপক্ষে ৩২ জনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি থানার পুলিস। প্রশাসন সূত্রে জানা গেছে, দিনভর এই অভিযান চলবে।
রঙের উত্সবে তুঙ্গে চাহিদা। সুযোগ বুঝেই ফায়দা লুঠতে রাস্তায় নামে বেআইনি মদ কারবারিরা। প্রকাশ্য রাস্তার উপর খুল্লামখুল্লা ৭০০ টাকা, ১০০০ টাকা দামে মদ বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়েই জলপাইগুড়ির দীনবাজার, তিন কুনিয়া মোড় ও কামারপাড়া এলাকায় অভিযানে নামে পুলিস। অভিযানের নেতৃত্ব দেন স্বয়ং আইসি।
আরও পড়ুন, প্রতিবেশী দাদুকে আবির ছুঁইয়ে হাত কাটা গেল কিশোরের
হাতেনাতে বমাল গ্রেফতার করা হয় ৩২ জনকে। বেআইনি মদ বিক্রি রুখতে দিনভরই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিস।