নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যেই চিকিত্সকের সোনার আংটি, টাকা ছিনতাই প্রকাশ্য রাস্তায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে চেম্বারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন  সিউড়ির চিকিত্সক সি আর ঘোষ। বাড়ির সামনেই এক যুবক তাঁর কাছে আসে। চিকিত্সকের দাবি, ওই যুবক তাঁকে বলে, সে স্থানীয় অন্য এক চিকিত্সকের বাড়ির পুকুরে মাছ চাষ করে। ওই চিকিত্সক সিআর ঘোষকে মাছ দিতে চান। ওই চিকিত্সক পরিচিত বলে না বলতে পারেননি সিআর ঘোষ। মাছ আনতে ওই যুবকের সঙ্গেই চলে যান তিনি।



অভিযোগ, মাঝ রাস্তায় ওই যুবক তাঁকে বাইক থেকে নামিয়ে সোনার আংটি, টাকা সব ছিনতাই করে পালায়। রাস্তা ফাঁকা থাকায় কাজ করতেও সুবিধা হয় যুবকের।
সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই যুবক অপরিচিত হওয়ায় পুলিসের একটু বেগ পেতে হচ্ছে।