ওয়েব ডেস্ক: জমি দখলের প্রতিবাদ। সামাজিক বয়কট  ২টি পরিবারকে। ঘটনা মালদার কালিয়াচকের জলুয়াবাথান এলাকায়। অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতার বিরুদ্ধে। প্রশাসন ও তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ পরিবারের। যদিও তৃণমূল প্রধানের অশ্বাস বিষয়টি তিনি মীমাংসা করে দেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জমি দখলের প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, এর জেরে সামাজিকভাবে বয়কট করা হয়েছে দুটি পরিবারকে। ঘটনাস্থল মালদার কালিয়াচকের জালুয়াবাথান এলাকায়। ওই দুটি পরিবারের দাবি, ভ্যানে করে মাইক বাজিয়ে ফতোয়া জারি করেছে গ্রামের মাতব্বরেরা। এই দুটি পরিবারের সঙ্গে কথা বললেই দিতে হবে ২০ হাজার টাকা জরিমানা।


সামাজিক বয়কটের ফতোয়া জারি করে থাকলে তা স্থানীয় কংগ্রেস নেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কেউ এমন কাজ করে থাকলে এবং দোষ প্রমাণ হলে তাঁকে দল থেকে বের করে দেওয়া হবে, মন্তব্য জেলা কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির। (আরও পড়ুন- মধ্যমগ্রাম শুটআউটের পিছনে কি অন্য কারণ, খতিয়ে দেখছে পুলিস)