নিজস্ব প্রতিবেদন: দশমীর রাতে কাঁচরাপাড়ায় এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রাত ৩টে নাগাদ কাঁচরাপাড়ায় ২৪নম্বর ওয়ার্ডের পান বস্তি নেতাজি নগর এলাকায় ঘটনাটি ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মৃতের নাম রাজু কুর্মি। ৩৮ বছর বয়সী রাজু কুর্মী কাঁচরাপাড়ার ৩০ নম্বর ওয়ার্ডে ভূত বাগান রেল কলোনির বাসিন্দা। পেশায় দিন মজুর ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন রাজু কর্মী। পরিবারের অভিযোগ, পিন্টু শর্মা নামে এক দুষ্কৃতী নৃশংসভাবে হত্যা করে রাজুকে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত ৩টে নাগাদ ৩ দুষ্কৃতী মিলে তাঁকে হত্যা করে। রক্তাক্ত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।


আরও পড়ুন- পুজোর শেষে মুখ ভার আকাশের, বুধবার ভোর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি


মৃতর পরিবার অভিযোগ করেছেন, অভিযুক্ত পিন্টু শর্মা কয়েকদিন আগেই জেল থাকা ছাড়া পায়। তৃণমূলের তরফে অভিযোগে তির বিজেপি দিকে তোলা হয়েছে। নাম না উল্লেখ করে বিরোধী রাজনৈতিক দলই এই খুন করিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপি এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ খারিজ করে দিয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিস। কী  কারণে খুন তদন্ত শুরু করেছে পুলিস।