পুজোর শেষে মুখ ভার আকাশের, বুধবার ভোর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি

কলকাতায়ও শুরু হয়েছে বৃষ্টি

Updated By: Oct 9, 2019, 09:19 AM IST
পুজোর শেষে মুখ ভার আকাশের, বুধবার ভোর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন: পুজোর শেষেও পিছু ছাড়ল না বৃষ্টি। বুধবার ভোর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার সারাদিন ধরে কলকাতাসহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
বুধবার ভোরের আলো ফুটতেই বর্ধমান, উত্তর ২৪ পরগণা, হুগলি, নদীয়ার বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়। ভোর থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টির জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই রাজ্যের বেশ কিছু জায়গার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবারও বজায় থাকে সেই একই ধারা। অর্থাত দশমীর দিনও রাজ্যের বেশ কিছু জায়গায় শুরু হয়ে যায় বিক্ষিপ্ত বৃষ্টি।

.