পার্থ চৌধুরী: তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে বিক্ষুব্ধরা জোট বাঁধলেন। রবিবার বর্ধমান শহরের উপকন্ঠ গোদায় একটি অনুষ্ঠানবাড়িতে একটি মিলন উৎসবের আয়োজন করা হয়। আয়োজনে ছিলেন দলের সদ্য প্রাক্তন জেলা পরিষদের সদস্য নুরুল হাসান। একই মঞ্চে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু রাজ্য নেতাও হাজির ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দিন এই উদ্যোগে সামিল হতে দেখা যায় আইএনটিটিইউসি-র জেলা সভাপতি মহ: সেলিম, বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চ্যাটার্জি,  দলের সাধারণ সম্পাদক আব্দুর রব, পুরনো নেতা চন্দ্রনাথ মুখার্জি সহ অনেককেই।


এদের মধ্যে প্রণব চ্যাটার্জি দলের জন্মলগ্ন থেকে রয়েছেন। নুরুল হাসান এক সময়ের নামী ছাত্রনেতা, চন্দ্রনাথ মুখার্জি মঙ্গলকোটে দলের প্রার্থী ছিলেন। আব্দুল রবও একসময় বড় নেতা ছিলেন। বিবিন্ন কারণে এইসব পুরনো কর্মীরা আজ অনেকটাই পিছনের সারিতে বলে মনে করা হয়।


আরও পড়ুন: Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর


তাদের বক্তব্যেও সেই কথার প্রতিফলন দেখা গিয়েছে।


প্রণব চ্যাটার্জি বলেন, ‘যাতে নেপোরা দই মারতে না পারে সেই আন্দোলন গড়ে তুলতে হবে’।


চন্দ্রনাথ মুখার্জি বলেন, ‘যারা সিপিএম-এর বিরুদ্ধে লড়াই করেছে তারাই বিজেপি বিরুদ্ধে লড়তে পারেন’।


অন্যদিকে নুরুল হাসান বলেন, ‘কেউ কেউ দলকে ব্যক্তিগত সম্পত্তি ভেবেছেন। অনেক সময় পুরনোদের ডাকাই হয় না। অনেক ক্ষোভ অভিমান আছে’।


এদিন বক্তারা দলের জন্য তাদের লড়াইয়ের কথা তুলে ধরেন নিজেদের পুরনো দিনের স্মৃতিচারণায়।


আরও পড়ুন: Bengal Weather Today: বিকেলের পরে আবহাওয়া পরিবর্তন, মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে


পাশাপাশি অবশ্য তারা আরও জানিয়েছেন যে তারা মূল স্রোতেই আছেন। পুরনো দিনের নেতৃত্বকে এক ছাতার তলায় নিয়ে আসাই তাদের কাজ। মান অভিমান করে যারা বসে গিয়েছেন তাদেরকে ফিরিয়ে  আনতে হবে।


বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতৃত্ব জানান দেশ বাঁচানোর লড়াই পুরনো নতুন সবাই মিলে লড়তে হবে।


আয়োজক এবং অংশগ্রহণকারীরা  পুরনো কর্মী হলেও বর্তমান গোষ্ঠীবিন্যাসে তারা কোনঠাসা বলেই রাজনৈতিক মহলের খবর।


এখন দেখার এইসব পুরনোদের সংগঠিত হবার চেষ্টার কী প্রতিক্রিয়া হয় রাজনৈতিক মহলে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)