Bengal News LIVE Update: 'ধৈর্যের সীমা থাকে...' জোট নিয়ে সরাসরি অধীরকে দুষলেন অভিষেক!

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে

Last Updated: Monday, January 29, 2024 - 19:02
Bengal News LIVE Update: 'ধৈর্যের সীমা থাকে...' জোট নিয়ে সরাসরি অধীরকে দুষলেন অভিষেক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

29 January 2024, 19:00 PM

টিটাগড় থানা থেকে ৮ জন মহিলাকে ছাড়া হবে বলে জানিয়েছে পুলিস। মোট ১৩ জনকে আটক করেছে পুলিস। তাদের মধ্যে ১০ জন মহিলা। পুলিসের দাবি মহিলা ইট ছুড়েছিল। আমরা ছিলাম জল কামানের ওপারে। এত দূর থেকে কীভাবে একজন মহিলা পুলিসের দিকে ইট ছুড়বেন? টিটাগড় থানা থেকে বেরিয়ে এমনটাই বললেন সুকান্ত মজুমদার।

 

29 January 2024, 18:45 PM

হার্ট ফেলিওরের সঙ্গেই দুটো ফুসফুসে জল জমে আছে কবীর সুমনের। অ্যান্টিবায়োটিকের সঙ্গেই পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। উনি দীর্ঘদিনের ডায়াবেটিক, সঙ্গে উচ্চ রক্ত চাপ রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি সজ্ঞানে আছেন, খেতে চেয়েছেন।

 

29 January 2024, 18:45 PM

অবশেষে বিটি রোড থেকে উঠে এলেন বিজেপি কর্মীরা। গাড়ি চলাচলও শুরু হয়েছে। তবে বিজেপি কর্মীদের দাবি টিটাগড় ছানায় যাদের আটক করে রাখা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। থানার সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন।

29 January 2024, 18:45 PM

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিক্ষোভে ধুন্ধুমার ব্যারকাপুর। লালকুঠি মোড়ে বিক্ষোভ শুরু হয়। শেষপর্যন্ত বিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। আইন অমান্য আন্দোলনে বেশকিছু লোকজনকে আটক করে টিটাগড় থানায় নিয়ে যায় পুলিস। সেখানে পুলিসের সঙ্গে কথা বলতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

 

29 January 2024, 18:15 PM

"আমাকে পার্টি করার জন্য বলেছে। সর্বোচ্চ আদালতে যখন এটি বিচারাধীন। তখন আমি এটা নিয়ে কোনও মন্তব্য করব না।" কলকাতা হাইকোর্টের ২ বিচারপতির বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টের  নির্দেশ প্রসঙ্গে বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

29 January 2024, 18:00 PM

জোট নিয়ে অবস্থান স্পষ্ট তৃণমূলের। ধৈর্যের একটা সীমা থাকে। আসন নিয়ে কোনও আলোচনায় আসেনি কংগ্রেস। লাগাতার তৃণমূল নেত্রীকে আক্রমণ করে গিয়েছেন অধীর চৌধুরী। গত ৬ মাসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা কথাও বলেনি। অথচ অধীর চৌধুরী বার বার আক্রমণ করে গিয়েছেন। জোট নিয়ে অধীরকে দুষে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

29 January 2024, 15:45 PM

বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুরে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে আইন অমান্য। ছত্রভঙ্গ করতে পুলিসের জলকামান। পুলিসের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি। ব্যারাকপুর স্টেশনেও চলছে পুলিসি তল্লাশি। রণক্ষেত্র ব্যারাকপুর।

29 January 2024, 15:00 PM

রাজবংশীরা তো ইতিমধ্যেই ভারতের নাগরিক। নতুন করে ক্যা ক্যা করে চিত্কার করেছে ফ্যা ফ্যা করে রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছি আমরা। কোচ বিহারের বললেন মমতা।

29 January 2024, 14:30 PM

বিজেপিকে বিঁধে মমতা বলেন, বড়দিনের ছুটি বাতিল। নেতাজির জন্মদিনে একটা জাতীয় ছুটি দেয়নি। আমি রামায়ণ, মহাভারত মানি, কোরান মানি। আমার বাড়িতে দুইজন তপসিলি মেয়ে রয়েছে। আমার বাড়িতে খায়। আমি ভোটের সময় নাটক করে কোনও তপসিলি বাড়িতে খাই না।

29 January 2024, 14:30 PM

আমাদের হাতের ৫টি আঙুল আছে। কোনওটা ছোট, কোনওটা বড়। একশো জনের মধ্যে ৫ জন যদি খারাপ কাজ করে তাহলে তার দায় দল নেবে না। আইন আইনের পথে চলবে। কোচবিহারে সরব মমতা।

29 January 2024, 12:00 PM

সংসদ অধিবেশনের প্রাক মুহূর্তে আগামিকাল মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকল সরকার।

29 January 2024, 11:00 AM

২ বিচারপতির বেনজির সংঘাত হাইকোর্টে। মেডিক্যাল সংক্রান্ত সব মামলা সরল সুপ্রিম কোর্টে। এবার সব শুনানি হবে সুপ্রিম কোর্টে।

29 January 2024, 09:15 AM

তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে বিক্ষুব্ধরা জোট বাঁধলেন। রবিবার বর্ধমান শহরের উপকন্ঠ গোদায় একটি অনুষ্ঠানবাড়িতে একটি মিলন উৎসবের আয়োজন করা হয়। আয়োজনে ছিলেন দলের সদ্য প্রাক্তন জেলা পরিষদের সদস্য নুরুল হাসান।

29 January 2024, 09:15 AM

সোমবার সাতসকালে রেলশহর খড়্গপুরের স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় চা চক্র করলেন দিলীপ ঘোষ। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে কড়া নিশানা সাংসদের। 

29 January 2024, 09:15 AM

ধারের টাকা চাইতে গিয়ে আক্রান্ত যুবক হসপিটালে চিকিৎসাধীন তদন্তে পুলিস

 

29 January 2024, 08:00 AM

আজ বিকেলের পর আবহাওয়া পরিবর্তন। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। 

 

29 January 2024, 08:00 AM

সমবায় সমিতি ভোটে সবকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল,কিন্তু উৎসাহের সঙ্গে দলীয় পতাকা নিয়ে স্লোগানের সঙ্গে বোম ফাঠাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। হেরেও বিজেপির উল্লাসে কটাক্ষ তৃণমূলের।

 

29 January 2024, 08:00 AM

লোকসভা নির্বাচনের আগে বড়োসড়ো ভাঙ্গন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলায়।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ বিজেপির পঞ্চায়েত সদস্য সহ মন্ডলের বেশকিছু নেতাকর্মী।