নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত ভেলোর থেকে ফিরছেন বাংলার মানুষজন। সোমবার বেলা বারোটায় ১১৮৬ জন যাত্রী নিয়ে হাওড়ার উদ্দেশ্য যাত্রা করেছে একটি ট্রেন। ভেলোরে চিকিত্সা করতে যাওয়া রোগী ছাড়াও ওই ট্রেনে রয়েছেন বহু শ্রমিক। আগামিকাল ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দ্রুত বাড়ছে সমুদ্রের জলস্তর! তলিয়ে যেতে পারে উপকূলবর্তী শহরগুলি


লকডাউনের মধ্যে হাওড়ায় পৌঁছে কী করবেন যাত্রীরা?


এনিয়ে পর্যাপ্ত ব্যবস্থা করেছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য ও পুলিস সুপার কুণাল আগরওয়াল। নিয়ম মেনে এদের স্বাস্থ্য পরীক্ষা হবে। তার পর তাদের বিভিন্ন জেলায় ফেরানোর ব্যবস্থা হবে।


ভেলোর থেকে আগত যাত্রীদের বিভিন্ন জেলায় ফেরানোর জন্য ট্রাম কোম্পানির বাসের ব্যবস্থা করা হয়েছে। বিয়টি দেখাশোনা করছেন পশ্চিমবঙ্গ ট্রাম কোম্পানির এমডি রণবীর সিং কাপুর। এদের বাসে নিজের জেলায় পৌঁছে দেওয়া হবে।


আরও পড়ুন-সরকারি কর্মীদের বেতন কাটা হবে না, পুরোটাই গুজব : অর্থ মন্ত্রক


কোন কোন জেলার যাত্রী রয়েছেন ওই ট্রেনে


উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়া, নদিয়া, কলকাতা, বাঁকুড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা।


উল্লেখ্য, মঙ্গলবার নয়াদিল্লি থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বিশেষ ট্রেন ছাড়ছে। এটি আসবে হাওড়া পর্যন্ত। এরকমই নয়াদিল্লি থেকে দেশের বিভিন্ন রাজ্যে যাবে মোট ১৫ জোড়া শ্রমিক স্পেশাল।