সরকারি কর্মীদের বেতন কাটা হবে না, পুরোটাই গুজব : অর্থ মন্ত্রক
May 11, 2020, 18:30 PM IST
1/5
করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সরকারি কর্মীদের বেতন কাটার গুজব। ফেসবুক ও হোয়াটস্যাপে বিশেষত ছড়ানো হয় এই গুজবগুলি। পাশাপাশি এক বেসরকারি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। সেই গুজবে কান না দিতে আর্জি জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
2/5
সাংসদ ডঃ জিতেন্দ্র সিং-ও এ বিষয়ে টুইট করে জানান এমন কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার।
photos
TRENDING NOW
3/5
যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত ডিএ স্থগিত রাখা হয়েছে, কিন্তু বেতন কাটার কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
4/5
সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমে কেন্দ্র সরকার কর্মচারীদের ৩০% বেতন কাটার পরিকল্পনা করছে বলে খবর সম্প্রচারিত হয়। সেই খবরও টুইট করে PIB Fact Check।
5/5
গুজবের জেরে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই আগুনে জল ঢালল কেন্দ্র নিজেই।