নিজস্ব প্রতিবেদন: রজ্যের শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা অভিযানের সঙ্গে যুক্তদের বেতন বাড়াল রাজ্য সরকার। সোমবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর ফলে বেতন বাড়বে ৩৯৩২ জন শিক্ষাবন্ধু ও ২৪৬৩ জন সর্বশিক্ষা মিশনের কর্মীদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পার্থবাবু জানিয়েছেন, শিক্ষাবন্ধুদের বেতন বেড়ে হবে ৮৪০০ টাকা ও সর্বশিক্ষা মিশনের কর্মীদের বেতন বাড়বে ৪০ শতাংশ। এতদিন ৬০০০ টাকা বেতন পেতেন শিক্ষাকর্মীরা। 


পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক সরকার চলছে: রাহুল সিনহা


দীর্ঘদিন ধরে বেতনবৃদ্ধির দাবিতে সরব ছিলেন শিক্ষাবন্ধুরা। দাবি ছিল, ন্যূনতম ২৫,০০০ টাকা বেতন দিতে হবে তাঁদের। অবশেষে লোকসভা নির্বাচনের উত্তাপ চড়তে শুরু করতেই বেতন বাড়ল তাদের। দীর্ঘ দিন ধরে বেতন না বাড়ায় দফায় দফায় আন্দোলনে নেমেছিলেন তারা।