পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক সরকার চলছে: রাহুল সিনহা

মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে রাহুলবাবু আরও বলেন, "বাংলায় গণতন্ত্র নেই। এখানে খেলোয়াড়ও মমতা, বিচারক মমতা। সাধারণ মানুষের কোন অধিকার নেই। মানুষের মন থেকে এখন ঘাসফুল মুছে গিয়ে পদ্মফুল ফুটেছে"। 

Updated By: Jan 21, 2019, 06:34 PM IST
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক সরকার চলছে: রাহুল সিনহা

নিজস্ব প্রতিবেদন: বীরভূমে অমিত শাহের সভার আগে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও সমঝে দিলেন তিনি। 

আগামী ২৩ জানুয়ারি বীরভূমের সিউড়িতে সভা করার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সকালে জনসভার মাঠ পরিদর্শন করেন বিজেপি নেতা মুকুল রায়। বেলা গড়াতেই সেখানে হাজির হন দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল সিনহা। রাহুল সিনহার অভিযোগ, 

বীরভূমে একাধিক মাঠে সভা করার অনুমতি চাওয়া হলেও অনুমতি দেয়নি পুলিশ। এর পরই মুখ্যমন্ত্রীর ওপর বেনজির আক্রমণ শানিয়ে রাহুলবাবু বলেন, "বাংলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলছে না। এখানে মমতা ব্যানার্জির পৈত্রিক সরকার চলছে। এখানে কোন সভ্য সরকার চলছে না। একটা অসভ্য সরকার চলছে। সিপিএমের থেকেও নোংরা ভাবে সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস'। 

ব্রিগেডে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, 'রাজ্যে যেখানেই বিজেপি সভা করবে, ঠিক সেখানে সেখানে পালটা সভা করবে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে রাহুল সিনহা বলেন "উনি সভা করুন। আমরা তো এটাই চাই। আমরা সভা করব, তারপরে উনি করবেন। এতে আখেরে বিজেপিরই লাভ"। 

মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে রাহুলবাবু আরও বলেন, "বাংলায় গণতন্ত্র নেই। এখানে খেলোয়াড়ও মমতা, বিচারক মমতা। সাধারণ মানুষের কোন অধিকার নেই। মানুষের মন থেকে এখন ঘাসফুল মুছে গিয়ে পদ্মফুল ফুটেছে"। 

গড়িয়াহাট হোক বা সেক্টর ফাইভ ফুটপাথ আটকে হকিং চলবে না, বললেন মন্ত্রী

এদিন অনুব্রত মণ্ডলকেও বেঁধেও রাহুলবাবু। বলেন, "অনুব্রত মণ্ডলের মতো করে আমরা ভাবি না। ওনার কাজই হচ্ছে ভাইয়ে-ভাইয়ে, বাড়িতে-বাড়িতে দাঙ্গা লাগানো। আমরা এই নীতি বিশ্বাস করি না"। অনুব্রত মণ্ডলকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন রাহুল সিনহা। তিনি বলেন "অনুব্রত মণ্ডল এখানকার মুখ্যমন্ত্রী নন। তিনি একজন জেলার নেতা। ওনার সংযত হয়ে কথা বলা উচিত"।

পাশাপাশি তিনি বলেন "সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করছে তৃণমূল কংগ্রেস। সমস্ত ঘটনা আমাদের নজরে রয়েছে। উপযুক্ত সময় আদালতের দ্বারস্থ হবার কথাও ভাবছি"। 

দুর্ঘটনায় মৃত্যু, তুফানগঞ্জে পুলিশ ফাঁড়িতে আগুন জনতার

প্রসঙ্গত আগামী ২৩ জানুয়ারি বীরভূমের আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেদিন তিনি সদর শহর সিউড়িতে একটি জনসভা করবেন। সেই মতো সিউড়ি শহর লাগোয়া কড়িধ্যা পঞ্চায়েতের অন্তর্গত পাইপলাইনের একটি মাঠে জনসভার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। গতকাল সেই মাঠ পরিদর্শন করে গেছেন রাজ্য নেতৃত্ব। সভায় যেন কোন রকম কোনো খামতি না-থাকে সেজন্য আবারও আজ সেই মাঠ পরিদর্শন করে গেলেন তিনি।

.