নিজস্ব প্রতিবেদন: নবান্নে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকের পর নমো নমো করে সাংবাদিক বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন বৈঠক শেষে তিনি বলেন, 'এত সুন্দর বৈঠক আয়োজনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ'। নিজে থেকে এর বেশি নিজে থেকে একটি শব্দও খরচ করেননি রাজনাথ। যদিও সাংবাদিকদের হাতে গোনা কয়েকটি প্রশ্নের উত্তর দেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার নবান্নে ছিল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও  হাজির ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী ও ওড়িশার অর্থমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 


বৈঠক শেষে জানা গিয়েছে, বকেয়া অধিকাংশ বিষয়েই সহমত হতে পেরেছে সব পক্ষ। ৫০টি ইস্যুর মধ্যে ৩০টিতেই সহমতির ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। ফলে বৈঠক সফল বলে দাবি করছে সব পক্ষই। 


পিলার ভেঙে গিয়েছে, নাগরাকাটায় নদীর ওপর ঝুলছে সেতু


এদিনের বৈঠকে আর্থিক প্যাকেজ, ডিভিসি-র জলবণ্টন, ভিনরাজ্যের নাগরিকদের অনুপ্রবেশ ও NRC নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া বাংলা ও ওড়িশার সীমান্ত নিয়ে সম্প্রতি দিঘার কাছে উদয়পুরে যে জটিলতা তৈরি হয়েছিল আলোচনা হয়েছে তা নিয়েও। আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গের নাম বদল নিয়েও। 


নবান্নে বসে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন রাজনাথ সিং। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, রোহিঙ্গা নিয়ে সংশ্লিষ্ট সমস্ত রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। পরিস্থিতির ওপর নজর রেখেছে কেন্দ্র।  


এদিন রাজনাথের সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকের তাত্পর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিয়মরক্ষার সাংবাদিক বৈঠকে রাজনাথ কেন্দ্র ও রাজ্যের মধ্যে যাবতীয় বিবাদ সংক্রান্ত ইস্যুগুলি সতর্ক ভাবে এড়িয়ে যান। সেই সময় পাশে উপবিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তাঁর আর কিছু বলার নেই বলে জানিয়ে দেন রাজনাথ। পরে যদিও সাংবাদিকদের হাতে গোনা কয়েকটি প্রশ্নের উত্তর দেন। তবে বিতর্কিত কোনও প্রশ্নে রা কাটেননি তিনি।