নিজস্ব প্রতিবেদন:  নিখোঁজ  সপ্তম শ্রেণির  ছাত্রের দেহ উদ্ধার  ঘিরে  চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে  নদিয়ার তেহট্টে। মৃত ছাত্র  বাপ্পা রাজ শেখ নাজিরপুর স্কুলের ছাত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফের আক্রান্ত বারাসতের সেই বিজেপি নেত্রী, লাথির পর এবার মারধর, আদালতের দ্বারস্থ পরিবার


মঙ্গলবার  স্কুলের সামনেই একটি ভুসিমিলের আরতের পাশে বাপ্পার দেহ উদ্ধার হয়। জঙ্গলের মধ্যে পড়ে ছিল দেহ।  বাপ্পা নাজিরপুরের প্রতাপনগর গ্রামের বাসিন্দা।  পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুল ছুটির পর আর বাড়ি ফেরেনি বাপ্পা।  অনেক খোঁজার পর ছেলেকে খুঁজে পাননি বাপ্পার বাবা। তবে এদিন থানায় কোনও নিখোঁজ ডায়েরি করেননি তিনি। কারণ কিছুদিন আগেও বাপ্পা একবার বাড়ি থেকে কলকাতায় চলে গিয়েছিল। পরে একাই ফিরে এসেছিল সে।  তাই সোমবার পরিবারের তরফে মনে করা হয়েছিল, বাপ্পা কোথাও একটা চলে গিয়েছে।


আরও পড়ুন: ফের আক্রান্ত বারাসতের সেই বিজেপি নেত্রী, লাথির পর এবার মারধর, আদালতের দ্বারস্থ পরিবার


মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারাই বাপ্পার দেহ জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।