ফের আক্রান্ত বারাসতের সেই বিজেপি নেত্রী, লাথির পর এবার মারধর, আদালতের দ্বারস্থ পরিবার

বিজেপি নেত্রী নীলিমা দে সরকার বারাসতের  বাসিন্দা। গত বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে পীরগাছা রেলগেট অবরোধে সামিল হয়েছিলেন তিনি।

Updated By: Oct 1, 2018, 07:34 PM IST
ফের আক্রান্ত বারাসতের সেই বিজেপি নেত্রী, লাথির পর এবার মারধর, আদালতের দ্বারস্থ পরিবার

 নিজস্ব প্রতিবেদন:  বিজেপির  বাংলা বনধের দিন  স্থানীয় তৃণমূল নেতা লাথি মেরেছিলেন তাঁকে।  পাঁচ দিন পর  বারাসতের সেই বিজেপি নেত্রীই সোমবার আবার আক্রান্ত হলেন অভিযুক্ত তৃণমূল নেতার অনুগামীদের কাছে। এবার বিচার চাইতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি।  আক্রান্ত বিজেপি নেত্রী নীলিমা দে সরকার এনআরএসে চিকিত্সাধীন।  

বিজেপি নেত্রী নীলিমা দে সরকার বারাসতের  বাসিন্দা। গত বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে পীরগাছা রেলগেট অবরোধে সামিল হয়েছিলেন তিনি। সেই সময় অবরোধ তুলতে রেলগেটে যান তৃণমূল কর্মীরাও। বিজেপিকর্মীদের হটিয়ে দেন তাঁরা। আশারাদুজ্জামান নামে স্থানীয় তৃণমূল নেতাকে দেখা যায় পুলিসের সামনেই নীলিমাকে লাথি মারতে। সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়।

সোমবার সেই ঘটনার বিবরণ এক সাংবাদিককে দিচ্ছিলেন নীলিমা দে সরকার। অভিযোগ সেই সময় আশারাদুজ্জামানের অনুগামীরা তাঁর ওপর ফের হামলা চালায় বলে অভিযোগ।

পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন নীলিমা দে সরকার। তাঁর স্বামী বলেছেন, ‘পুলিসের সামনেই আমার স্ত্রীকে লাথি মারা হয়েছে। পুলিস নিশ্চুপ ছিল। প্রসেনজিত্ ভট্টাচার্য নামে আরও এক বিজেপি কর্মীকে খুব বাজেভাবে সেদিন মারধর করা হয়েছে।’  সূত্রের খবর,  ঘটনার বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন ওই বিজেপি নেত্রী। মহিলা কমিশনের কাছেও অভিযোগ জানাবেন তাঁরা।

.