ওয়েব ডেস্ক : মোবাইলে ভিডিও তোলার নেশাই কাল হল। ভরা বর্ষায় নদীতে নেমে হুল্লোড় করছিল ৫ বন্ধু। কেউ কেউ আবার মোবাইলে পুরো ঘটনার সেলফি মোডে ভিডিও তুলে রাখছিল। এসব করতে গিয়েই বিপত্তি। জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হই হুল্লোড় চলছিল করনদিঘির সুধানি নদীতে। সেখানেই হঠাত্ বিপত্তি। ভরা নদীতে তলিয়ে গেল আব্দুল বসির এবং  আফতাবুদ্দিন নামে  দুই কিশোর। নদীতে নেমেছিল পাঁচ বন্ধু। জলের মধ্যে হইচইয়ের ভিডিও উঠছিল মোবাইল ফোনে। হইচই আর ভিডিও তোলার ফাঁকে বিপদের কথা মাথাতেই আসেনি। ডুবে যাওয়া  আফতাবুদ্দিনকে উদ্ধার করা গেলেও, জলেই তলিয়ে যায় বসির। পরে উদ্ধার হয় তার নিথর দেহ।


চেষ্টা করেও বন্ধুকে বাঁচানো যায়নি। বসির যে এভাবে খেলতে খেলতে চলে যাবে, ভাবতেও পারছে না তার বন্ধুরা। তাদের মুখে এখন একটাই কথা, আর বেপরোয়া সেলফি বা ভিডিও নয়।


আরও পড়ুন, প্রধান শিক্ষকের মারে ছাত্রের কান ফেটে রক্তারক্তি কাণ্ড