নিজস্ব প্রতিবেদন: পরীক্ষার্থী ২০০ জনেরও বেশি। তার মধ্যে অর্ধেকই ফেল। উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে পাওয়ার পর এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন পড়ুয়ারা। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্যসভায় সাসপেন্ডেড Santanu Sen, গোটা বাদল অধিবেশনে থাকতে পারবেন না তৃণমূল সাংসদ


বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। চোপড়া গার্লস হাইস্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিলেন ২২০ জন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে ওইসব পরীক্ষার্থীদের মধ্যে ১০২ জনই ফেল করেছেন। এতেই তুঙ্গে পড়ুয়াদের ক্ষোভ।


আরও পড়ুন-'Modi-র বিরুদ্ধে তদন্ত হোক, Amit Shah পদত্যাগ করুন', Pegasus কাণ্ডে দাবি Rahul-এর


বৃহস্পতিবার এনিয়ে অনেকেই স্কুলে গিয়ে ফেলের কারণ জানতে চান। তার কোনও সদুত্তর না পেয়েই চলে যান ৩১ নম্বর জাতীয় সড়কে। চোপড়া বাস স্ট্যান্ডের কাছে পড়ুায়ারা জাতীয় সড়ক অবরোধ করে দেন। এতে প্রবল যানজট সৃষ্টি হয় এলাকায়। 


ওই ফলাফল নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রেও স্কুলকে পুরোটা দায়িত্ব দিলে এই সমস্য হতো না।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)