নিজস্ব প্রতিবেদন: ক্যাম্পাস কবে খুলবে? সেন্ট্রাল অফিসের সামনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হল আন্দোলনকারী পড়ুয়াদের। বেশ কয়েকজনকে মারধরের অভিযোগও উঠল। ফের উত্তপ্ত বিশ্বভারতী (Visva-Bharati University)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আবহে প্রায় দেড় বছর পর দরজা খুলেছিল বিশ্বভারতীর। ১ ডিসেম্বর থেকে পঠনপাঠন শুরু হয়েছিল অফলাইনে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, টিকা ডবল ডোজের শংসাপত্র থাকলে ক্লাস করা যাবে। কারা ক্লাস করতে পারবে? স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পাঠভবন ও শিক্ষাসত্রের নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। হস্টেল অবশ্য বন্ধই ছিল। 


আরও পড়ুন: School College Reopen: 'আমি স্কুলে যেতে চাই', হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সামিল খুদে পড়ুয়ারাও


তাহলে? নতুন বছরের শুরুতে পরিস্থিতি বদলে যায়। করোনা সংক্রমণ এতটাই বাড়ে যে, রাজ্যে ফের কড়া বিধিনিষেধে জারি করে নবান্ন। স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, সেই বিধিনিষেধ কিন্তু বলবৎ রয়েছে এখনও। রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক পঠনপাঠন হচ্ছে না বিশ্বভারতীতে। তবে, পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে সেন্ট্রাল অফিস-সহ বেশ কয়েকটি ভবনে।


আরও পড়ুন: West Bengal School Reopen Case: স্কুল খোলা নিয়ে সাবধানী রাজ্য, ৮৫ শতাংশ পড়ুয়ার টিকাকরণ শেষ করতে চায় সরকার


এদিন সকালে ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে সামনে বিক্ষোভ দেখান বাম ছাত্র সংগঠনের সদস্যরা। বলাকা গেট গিয়ে বিক্ষোভকারীদের যখন ভিতরে ঢোকার চেষ্টা করেন, তখন নিরাপত্তারক্ষীরা বাধা দেন বলে অভিযোগ। এরপরই দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, তাঁদের বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত সেন্ট্রাল অফিসের বলাকা গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।  এর আগে জুন মাসে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ায় ৩ পড়ুয়াকে সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই ঘটনাকে কেন্দ্র করেও তুমুল অশান্তি ছড়িয়েছিল ক্যাম্পাসে। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টেও। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)