নিজস্ব প্রতিবেদন : গেরুয়া শিবিরে যোগদানের পর আজই প্রথম জনসভায় যোগ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীতে (Purbasthali) এই সভা হয়। সেই সভায় দিলীপ ঘোষের সঙ্গেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর সভা মিটতেই এবার একই জায়গায়, পূর্বস্থলীতে তৃণমূল পাল্টা সভা করবে বলে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। ২৪ তারিখ, বৃহস্পতিবার, তৃণমূলের সভা হবে। সেই সভায় সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ (Sujata Khan) উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর প্রথম জনসভায় তৃণমূলের (TMC)বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, "তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচাও। গরু পাচার হয়ে গিয়েছে, ধরাও পড়ে গিয়েছে। অমিত শাহ (Amit Shah)  BSF-কে দিয়ে টাইট দিয়ে দিয়েছে। এবার যদি ক্ষমতায় আসে, তাহলে কিডনি পাচার হবে! পরিবর্তনের পরিবর্তন চাই।" শুধু 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Avishek Banerjee) নয়, নিশানা করেছেন মমতাকেও (Mamata Banerjee)। বলেন, "নিজের দমে যদি মুখ্যমন্ত্রী হতেন, তাহলে ২০০১ সালে হতেন। নন্দীগ্রামে মানুষের লাশের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। যে কংগ্রেসকে ছেড়ে তৃণমূল তৈরি করেছিলেন, সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছিল ২০১১ সালে।"


অন্যদিকে, সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) স্ত্রী সুজাতা খাঁ (Sujata Khan)। তৃণমূলে যোগ দিয়েই তাঁর বক্তব্য,"নেত্রীর নেতৃত্বেই এবার থেকে কাজ করব। বিজেপি যোগ্য লোককে সম্মান দেয় না। সুযোগ সন্ধানীরা ক্ষমতা পাচ্ছে। যাঁরা লড়াই করে তাঁরা বঞ্চিত।" তোপ দাগেন, "যে দলটার বিরুদ্ধে লড়াই করছিলাম, সেই দলের পচা আলুরা যোগ দিচ্ছে বিজেপিতে। কোন সাবান মেখে চোর সাধু হয়ে যায়, সেই সাবান বা ওষুধ খুঁজে পাইনি। অথচ আমাদের মতো যাঁরা রক্ত দিয়েছে, তাঁরা বঞ্চিত।" পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'আমার প্রিয় নেতা' বলেও উল্লেখ করেন।


আরও পড়ুন, মিনিকিট খেয়ে গিয়ে খোঁজ রাখেনি : বাসুদেব বাউল, ওর মেয়ের D.ed-টা করিয়ে দিতে বলেছি : Anubrata


রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির ৪ মন্ত্রী, Rajib প্রসঙ্গে তুঙ্গে জল্পনা