নিজস্ব প্রতিবেদন: 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এতদিন কৃষকদের বঞ্চিত করলেন কেন'? কেন্দ্রের কিসান সম্মান নিধি যোজনায় (Kisan Samman Nidhi) নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, 'অনেক নীতিতে ভুল থাকলেও বামফ্রন্ট কাজ করেছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশ বছর যে দলটার সঙ্গে যুক্ত ছিলেন, সেই দলের বিরুদ্ধে এত ক্ষোভ! বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে প্রতিটি জনসভায় তৃণমূলকে (TMC) কার্যত তুলধোনা করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর নিশানা থেকে বাদ যাচ্ছেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। একুশের নির্বাচনে আগে শুভেন্দুর স্লোগান, 'তোলাবাজ ভাইপো হটাও'। বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার ডাক দিয়েছেন তিনি। এদিন তমলুকের জনসভায় তার ব্যতিক্রম হল না।


আরও পড়ুন: Amphan-এ কমপ্লিট দুর্নীতি: Sujan, CM-র মদতে লুঠ: Jay Prakash


উল্লেখ্য, দীর্ঘ টালবাহানার পর অবশেষে কেন্দ্রে কিসান সম্মান নিধি যোজনায় (Kisan Samman Nidhi) সায় দিয়েছেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'আমি চাই কৃষকরা টাকাটা পাক। কেন্দ্র তালিকা দিলে যাচাই করে দেব।' এদিন তমলুকের সভায় সেই প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, 'এতদিনে পিএম কিসান নিধি নিয়েছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন্দ্রের সব প্রকল্পের নাম বদলে দিয়েছে। সবাই বঞ্চিত, কাউকে আওয়াজ তুলতে হবে। আমি আওয়াজ তুলেছি।' করোনা আবহে রাজ্যের পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর খোঁচা, 'প্রাথমিকে পড়ুয়াদের জামা, জুতো, ব্যাগে কাটমানি, সাইকেলে কাটমানি। আর এখন পড়ুয়াদের ট্যাব দিচ্ছে। এসবই উপঢৌকন। তৃণমূল এখন কোম্পানিতে পরিণত হয়েছে। যাঁরা ক্রীতদাস তাঁরা থাকবেন, যাঁদের আত্মসম্মান আছে তাঁরা থাকবেন না।’


আরও পড়ুন: Soumendu-র পর Dibyendu-Sisir-ও BJP-র পথে? বড় ইঙ্গিত Abhishek-র


এদিনও যথারীতি 'তোলাবাজ ভাইপো' সম্বোধনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শুভেন্দু। বলেন, 'বিনয় মিশ্রের সঙ্গে তোমার সম্পর্ক কি? তোলাবাজ ভাইপো বলতে হবে।' উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে পেশায় ব্যবসায়ী এই বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালিয়েছে। তিনি আবার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।