নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদ তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন সুতি-২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাসাদুল হক ওরফে পিকু (Piku)। আচমকাই আজ দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত মাসাদুল হক। কিন্তু কেন তিনি বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল (TMC) ত্যাগ করলেন? হঠাৎ কী এমন হল? যার উত্তরে তিনি স্পষ্টই জানান, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের সাথে সমস্যা তৈরি হয়েছিল। কাজ করার কোনও সুযোগ মিলছিল না। মাসাদুল হক আরও বলেন, জেলা নেতৃত্বকে এপ্রসঙ্গে জানিয়েও ছিলেন তিনি। কিন্তু জানিয়েও কোনও লাভ হয়নি। কোনও ব্যবস্থা নেয়নি দল। সমস্যা সমাধানে দল কোনও ব্যবস্থা না নেওয়াতেই তাঁর এই দলত্যাগের সিদ্ধান্ত। 


উল্লেখ্য, ২০১৫ সালে জঙ্গিপুরের ম্যাকেঞ্জি পার্ক ময়দানে তৎকালীন মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন মাসাদুল হক ওরফে পিকু (Piku)। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একদা শুভেন্দু ঘনিষ্ঠ মাসাদুল হক কি তাহলে এবার গেরুয়া শিবিরেই (BJP) যোগ দিচ্ছেন? নাকি অন্য কোনও পতাকার তলায় অন্য কারও হাত ধরবেন? 


আরও পড়ুন, '৯টার পরই ভয়ঙ্কর Khela', ব্যাট হাতে হুঙ্কার Anubrata-র


মাসাদুল হকের রাজনৈতিক অবস্থান নিয়ে জেলায় শুরু হয়েছে জোর জল্পনা। মাসাদুল হকের তৃণমূল ছাড়া নিয়ে অস্বস্তিতে ঘাসফুল শিবিরও। সবমিলিয়ে বিধানসভা ভোটের আগে সরগরম মুর্শিদাবাদে জেলার রাজনৈতিক মহল। 


আরও পড়ুন, রাস্তার পাশে জঙ্গলে পড়ে শয়ে শয়ে নতুন স্বাস্থ্যসাথী কার্ড, জোর চাঞ্চল্য