নিজস্ব প্রতিবেদন: কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠাল পুলিস। আধা সামরিক বাহিনীর (CRPF) দুই জওয়ানকে চিঠি পাঠানো হয়েছে। তাঁদের মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তায় ওই জওয়ানরা মোতায়েন রয়েছেন বলে জানা গিয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৯ মে কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠে। ত্রাণের জন্য রাখা ছিল লক্ষ লক্ষ টাকার ত্রিপল। সেগুলিই সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকজন সশস্ত্র বাহিনীর জওয়ান জড়িত বলে অভিযোগ। পুর কর্মীদের নজরে আসতে তাঁদের হাতনাতে ধরে ফেলেন। ঘটনায় শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী-সহ ৪ জনের বিরুদ্ধে ১ জুন কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না।


ইতিমধ্যেই এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। যে ট্রাকে ত্রিপল নিয়ে যাওয়া হচ্ছিল আটক করা হয়েছে সেটিকে। বয়ান রেকর্ড করা হয়েছে চালকের। তদন্তে নেমে আধা সামরিক বাহিনীর কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিস। তার পরই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয় নোটিস।


আরও পড়ুন- টাকার বিনিময়ে সেচ দফতরে চাকরি! কলকাতা পুলিসের হাতে পাকড়াও Suvendu ঘনিষ্ঠ