নিজস্ব প্রতিবেদন: উপস্থিত বুদ্ধির জোরে হায়দরাবাদ থেকে পালিয়ে বাঁচল পাচার হয়ে যাওয়া কিশোরী। পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে কিশোরীর পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কালনার পূর্বস্থলীর লক্ষ্মীপুরের ওই কিশোরীকে বেড়াতে যাওয়ার নাম করে নিয়ে যায় তিন যুবক। তারপর মাদক খাইয়ে তাকে বেহুঁশ করে দেওয়া হয়। এরপর একটি হাসপাতালের বিছানায় কিশোরীর জ্ঞান ফেরে। খানিকক্ষণের সে বুঝতে পারে যে, হায়দরাদের একটি সরকারি হাসপাতালে ভর্তি।


ওই কিশোরী একটু সুস্থ হতেই তাকে জোর করে দেহ ব্যবসায় নামার জন্য চাপ দেয় কয়েকজন ব্যক্তি। এরপর একজনের সাহায্যে কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসে কিশোরী।


এদিকে, কিশোরীর পরিবার নিখোঁজ অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেয়নি পূর্বস্থলী থানার পুলিস। কালনা আদালতে গোপন জবানবন্দি দেওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই কিশোরীকে।