নিজস্ব প্রতিবেদন : ভিডিও গেম খেলতে খেলতে মাংস খেতে যায় অষ্টম শ্রেণির ছাত্র। পরিণতি হল মর্মান্তিক। ভিডিও গেম খেলতে খেলতে মাংস খেতে গিয়ে মৃত্যু হল ওই ছাত্রের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, নিউটাউন শুটআউট: ২ লাখ টাকা সুপারি, আট মাস ধরে ছক কষে খুন!


রবিবার রাতে গোপালনগরের চামটা এলাকায় কাকার বাড়িতে এসেছিল অষ্টম শ্রেণির ছাত্র ইলিয়াস। ভাইবোনরা মিলে ছোটরা সবাই ব্যস্ত ছিল ভিডিও গেম খেলায়। এর মধ্যেই মাংস রান্না শেষে, রান্নাঘর থেকে ছোটদের জন্য কয়েক টুকরো মাংস এনে দেয় ইলিয়াসের মা। ভিডিও গেম খেলতে খেলতেই গরম গরম মাংস মুখে পুরে দেয় ইলিয়াস।


আরও পড়ুন, ইসলামপুরের সরস্বতী বিদ্যামন্দিরের অনুমোদন বাতিল করল শিক্ষা দফতর


অন্যমনস্ক থাকায় সেই মাংস ইলিয়াসের গলায় আটকে যায়। শ্বাসনালীতে আটকে যায় মাংসের টুকরো। ক্রমাগত হেঁচকি তুলতে থাকে ইলিয়াস। শুরু হয়ে যায় প্রবল শ্বাসকষ্ট। অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইলিয়াসকে। কিন্তু বাঁচানো যায়নি।


আরও পড়ুন, নিজেকে অপ্রাসঙ্গিক মনে করছিলাম, তাই নাট্য অ্যাকাডেমি ছাড়ার সিদ্ধান্ত, জানালেন বিভাস চক্রবর্তী


ইলিয়াসের বাড়ির লোকেরা জানিয়েছে, ভিডিও গেম খেলায় বুঁদ ছিল ইলিয়াস। খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। আর সেই অবস্থাতেই মাংস খেতে গিয়ে বিপত্তি বাঁধে। গলায় আটকে যায় মাংসের টুকরো।