নিজস্ব প্রতিবেদন: শীতের আমেজ আরও জোরাল হল কলকাতায়। বুধবার পারদ নামল একলাফে ২ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শীতের আমেজ আরও তেজি হল রাজ্যজুড়ে। কলকাতার তাপমাত্রা গিয়ে দাঁডাল ১৮.১ ডিগ্রিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সরকারি প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছেন? বিডিওদের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতে নির্দেশ নবান্নের


জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে প্রবল তুষারপাত হয়েছে। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে। তার জেরেই রাজ্যে নামছে পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল ও সন্ধেয় শীতের আমেজ আরও বাড়বে। তবে এখনই পাকাপাকি ভাবে শীত নয়।



আরও পড়ুন-স্বল্পমূল্যে চিকিত্সা পাবেন মধ্যবিত্তরা, আয়ুষ্মান ভারতের পর নতুন স্বাস্থ্য বিমা আনছে মোদী সরকার


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে আজ ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজ আরও বাড়বে। কলকাতায় মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা। সিকিম, দার্জিলিং ও কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।