নিজস্ব প্রতিবেদন : এ যেন, যেতে পারি কিন্তু কেন যাব ?  শীতের মতিগতিতে শক্তি ভক্তির ছাপ। আদতে এবারে  শীত বেশ পদ্য টাইপের।  এই শীতের শিরশিরানি, এই আকাশের  মুখ গোমড়ানি বৃষ্টি। পূর্বাভাস বলছে, আগামী দুদিন বৃষ্টি  হতে পারে দার্জিলিঙে। সিকিমের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হতে পারে আগামিকাল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই নীল আকাশে সাদা মেঘের ভেলা। কখনও  বসন্ত, কখনও হেমন্ত । আর কখনও  মনে পড়ছে বাংলা প্রবচন মাঘের শীতে বাঘ গায়ে। কদিন আগেই তোড়জোড় চলছিল শীতের কাপড়জামা আলমারি, তোরঙ্গে তোলার। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে তাড়াহুড়ো করলে চলবে না। শীত থাকছে। হলও তাই, আজ-ই তাপমাত্রা ফের নেমেছে। স্বাভাবিকের নীচে রাত ও দিনের তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ আজও।


আরও পড়ুন, ঘরে আটকে রেখে যুবতীকে শারীরিক নিগ্রহ, ধৃত অভিযুক্ত


পূর্বাভাস বলছে, বুধবারের মধ্যে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একদিকে পশ্মিমী ঝঞ্ঝা, অন্যদিকে তুষারপাতের জেরেই আবার ঠাণ্ডা পড়তে পারে। তবে এই ঠান্ডা আমেজ যে দীর্ঘস্থায়ী হবে, এমনটাও নয়। আবহাওয়া দপ্তর বলছে, আগামি ৭২ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।