নিজস্ব প্রতিবেদন: গিয়েও ফিরে এল শীত। মঙ্গল ও বুধবার রাতে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাসে তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস। তবে কতটা ঠান্ডা পড়তে পারে জানেন কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা তেমন বাড়তে পারেনি। এদিন বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ ডিগ্রি সেলসিয়াস। 


হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন সর্বনিন্ম তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫-র ঘরে। তবে তা ১৪ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ফলে ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই ঝরবে ঘাম। আপাতত এমনই মর্জি আবহাওয়ার। 


গাছে যুবকের ঝুলন্ত দেহ, পুলিসকে ঘিরে বিক্ষোভ বাদুড়িয়ায়


ঋতু পরিবর্তনের এই সময়ে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা। তাঁদের পরামর্শ, রাতে ফ্যান চালিয়ে শোয়ার ব্যাপারে সাবধান হওয়া উচিত। কারণ ভোরের দিকে ঠান্ডা লাগতে পারে।