রাস্তা কেটে চলছে বিক্ষোভ, পঞ্চায়েত বোর্ড গঠনের পর উত্তপ্ত চোপড়া
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেই এলাকার পশ্চিমটোলা গ্রামে ব্যপক সংঘর্ষ শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিলই।রবিবার রাত থেকে তা ফের মাথাচাড়া দিয়ে ওঠে।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত বোর্ড গঠনের পরই এলাকায় উত্তেজনা। দুপক্ষের ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। রাস্তা কেটে চলছে বিক্ষোভ।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেই এলাকার পশ্চিমটোলা গ্রামে ব্যপক সংঘর্ষ শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিলই।রবিবার রাত থেকে তা ফের মাথাচাড়া দিয়ে ওঠে।
আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত দেগঙ্গা
সোমবার সকালে শুরু হয় এলোপাথাড়ি গুলি, বোমাবাজি। ছড়রা গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। আগেই এলাকার বিভিন্ন রাস্তা কেটে বিক্ষোভ দেখাচ্ছিল বিরোধীরা, চলছিল অবরোধ। অভিযোগ, সোমবার সকালে তৃণমুল কংগ্রেসের আশ্রীত দুষ্কৃতীরা আচমকাই অস্ত্র নিয়ে হামলা চালায়। গুলিতে জখম হয় বেশ কয়েকজন গ্রামবাসী। যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃনমুল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান। এলাকায় চলছে পুলিশি টহল।