পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত দেগঙ্গা

অভিযোগ, সেসময় কয়েকজন তাঁর গাড়ির ওপর চড়াও হয়। অভিযুক্তরা সকলেই তৃণমূল নেতাকর্মী বলে জানান তিনি।

Updated By: Aug 27, 2018, 02:13 PM IST
পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তপ্ত দেগঙ্গা

 নিজস্ব প্রতিবেদন:  কে হবেন পঞ্চায়েত প্রধান? তা নিয়ে ধুন্ধুমারকাণ্ড দেগঙ্গায়। আক্রান্ত খোদ তৃণমূল বিধায়ক।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কামুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে উত্তেজনা ছিল। সোমবার আরও মাথাচাড়া দিয়ে ওঠে। পঞ্চায়েতের প্রধান কে হবেন, তা নিয়েই মূলত দ্বন্দ্ব। সোমবার সকালে এলাকায় গাড়ি নিয়ে বেরোন বিধায়ক রহিমা মণ্ডল। অভিযোগ, সেসময় কয়েকজন তাঁর গাড়ির ওপর চড়াও হয়। অভিযুক্তরা সকলেই তৃণমূল নেতাকর্মী বলে জানান তিনি।

আরও পড়ুন: মানিকচকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মৃত বেড়ে ২ , আহত শিশু

রহিমা মণ্ডলকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, উত্তেজনা ছড়ায় দেগঙ্গার চৌরশি গ্রাম পঞ্চায়েতেও। রবিবার রাতভর সেখানে চলে বোমাবাজি। এলাকায় ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ইস্যু সেই একটাই, পঞ্চায়েত প্রধান কে হবেন, তা নিয়েই দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিস মোতায়েন করা হয়েছে।

  

.