নিজস্ব প্রতিবেদন: নবান্ন অভিযানে গিয়ে 'আহত' হয়েছিলেন। DYFI কর্মীর মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে কার্যত তোলপার রাজ্যরাজনীতি। মৈদুলের মৃত্য়ুতে পরশু বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করছে সিপিএম। তাঁদের অভিযোগ, ময়নাতদন্ত নিয়ে পুলিসের বয়ান সঠিক নয়। পুলিসের বিরুদ্ধেই যখন অভিযোগ যখন তখন পুলিসের তদন্ত নিয়ে সন্দিহান সিপিএম কর্মীরা। সিপি-সহ একাদিক উচ্চপদস্থের বিরুদ্ধে মামলা রুজু করতে চলেছে সিপিএম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মইদুলের মৃত্যুর প্রতিবাদে পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপতুল, জেলায় জেলায় বিক্ষোভ বামেদের


অন্যদিকে, কলকাতায় এসএফআই দফতরের সামনে কর্তব্যরত পুলিস কর্মীর উপরে হামলার ঘটনায় এবার মামলা দায়ের করল পুলিসও। আক্রান্ত পুলিস কর্মীর অভিযোগের ভিত্তিতে ২০০/২৫০ অজ্ঞাত পরিচয়ের বাম কর্মীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ৩৩২, ৩২৪ ধারায়  FIR দায়ের করেছে তালতলা থানার পুলিস।


গতকাল ডিওয়াইএফআই (DYFI) কর্মীর মৃত্যুর রোষ গিয়ে পড়ে পুলিস কর্মীর উপরে। কলকাতায় এসএফআই দফতরের সামনে কর্তব্যরত পুলিস কর্মীর উপরে অতর্কিতে হামলা করলেন বেশ কয়েকজন বাম ছাত্র-যুব। প্রাণ বাঁচাতে পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিলেন অভিনব দত্ত নামে ওই পুলিস কর্মী। পরে তাঁকে উদ্ধার করা হয়।