রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬,৭১১; মৃতের সংখ্যা ৬২৯ জন
একদিনে সুস্থ হয়েছেন ২৫৪ জন, এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরেছেন ১০,৭৮৯ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের। সরকারি তথ্য অনুযায়ী মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৯।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে কার্যত রেকর্ড হারেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে হয়েছেন ৫২১ জন। ২৭ জুন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৭১১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৫৪ জন, এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ফিরেছেন ১০,৭৮৯ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের। সরকারি তথ্য অনুযায়ী মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬২৯।
আরও পড়ুন: করোনা আক্রান্ত অ্যাপ ক্যাব চালক, শেষ ক'দিনে কত জন উঠেছেন তাঁর গাড়িতে চলছে খোঁজ
দেশেও ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১৮ হাজার ৫৫২ জন। যা একদিনের নিরিখে নয়া রেকর্ড। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩।
আরও পড়ুন: যৌনকর্মীর মেয়েকে দিনের পর দিন খুনের হুমকি দিয়ে 'ধর্ষণ', অন্তঃসত্ত্বা হয়ে পড়ল তরুণী
গত ২৪ হাজার ৬৮৫। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯১৭ জন। পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ থেকে ৫ লক্ষে পৌঁছাতে সময় লাগল মাত্র ৬ দিন। সবচেয়ে সংকটজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। মারাঠাভূমে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে।