Police Security Withdraw: উঠে গেল ৪১ তৃণমূল নেতার পুলিসি নিরাপত্তা, শুরু গোষ্ঠী কোন্দল
তবে পুলিশের নিরাপত্তা তুলে নেওয়ায় ক্ষোভে ফুসছেন অনেক কাউন্সিলর। কেউ কেউ আবার প্রকাশ্যেই মুখ খুলে ফেলছেন। আবার কারোর ক্ষেত্রে ক্ষোভ থাকলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না তাঁরা।
বরুণ সেনগুপ্ত: ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃনমুলের ৪১ জনের পুলিসি নিরাপত্তা তুলে নিলো ব্যারাকপুর পুলিস কমিশনার। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে অনেক কাউন্সিলর। ইতিমধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশকিছু পৌরসভার কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের নিরাপত্তা উঠিয়ে নিলো ব্যারাকপুর পুলিস কমিশনার। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না সেই সব কাউন্সিলর এবং চেয়ারম্যানরা। মনে ক্ষোভ থাকলেও পুরোটাই ছেড়ে দিতে চান পুলিস কমিশনারের উপর। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানান, ‘২০১৯ সালে বিজেপির সন্ত্রাসের ভয়ে অনেক নেতাকে নিরাপত্তা দেওয়া হয়েছিলো। কিন্ত পুলিস মনে করছে এখন আর দরকার নেই’।
তবে পুলিশের নিরাপত্তা তুলে নেওয়ায় ক্ষোভে ফুসছেন অনেক কাউন্সিলর। কেউ কেউ আবার প্রকাশ্যেই মুখ খুলে ফেলছেন। আবার কারোর ক্ষেত্রে ক্ষোভ থাকলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না তাঁরা।
আরও পড়ুন: HS Examination 2023: বিশেষ নজরদারিতে শুরু উচ্চমাধ্যমিক, মানতেই হবে এই নিয়মগুলি
ভাটপাড়া পুরসভার ১০ নং ওয়ারড এর কাউন্সিলর সত্যেন রায় জানান, ‘পুলিস সিকিউরিটি তুললে সবারটা তোলা হোক। কেন শুধু আমাদেরটা তোলা হবে?? সিকিউরিটি নেই বলে বাড়ির লোকজন বাইরে বেড়োতে না করছে। দল করতে গিয়ে মরতে হবে, আর কি। দল করতে গিয়ে হাত ভেঙেছে, পা ভেঙেছে। আর যারা বিজেপি থেকে তৃনমুলে এসেছে তাদের সাতটা করে সিকিউরিটি’।
আরও পড়ুন: Weather Today: নিম্নচাপের কালো মেঘ বাংলায়! দমকা হাওয়া-সহ ঝড়-বৃষ্টির দাপট একাধিক জেলায়
আতঙ্কে ভুগছেন হালিশহর পুরসভার ৪ নং ওয়ারড কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করছেন তিনি।
তবে তুলে নেওয়া সিকিউরিটি নিয়ে ক্ষোভ থাকলেও মুখ খুলতে চাননি হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভংকর ঘোষ। পাশাপাশি এই বিষয়ে মুখ খুলতে চাননি ভাটপাড়া পুরসভা সিআইসি অমিত গুপ্তা।