নিজস্ব প্রতিবেদন: দামের কারণে কেনার ক্ষমতা নেই তাই চুরির পথই বাছল ক্রেতা। ঘটনা চন্দননগরের। ভেবেছিলেন লুকিয়ে চুড়িয়ে কয়েকটা পেঁয়াজ ব্যাগে ভরে নেবেন, তবে তা হল না। হাতে-নাতেই ধরা পড়লেন বিক্রেতার কাছে। ষষ্ঠীর সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারের ঘটনা, এদিন  এক মহিলা সবার অলক্ষ্যেই পেঁয়াজ তুলে ব্যাগে ভরতে যাচ্ছিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন।


উল্লেখ্য চুঁচুড়ার বীন্দ্রনগর বাজারে এলাকার প্রায় ৮০% মানুষ বাজার করতে আসেন। এই বাজারে সব থেকে কম দামে মেলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তবে সেখানেও আগুন দাম পেঁয়াজের। মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ। দাম দিয়ে গিয়েছে কার্যত হাত পুড়েছে মধ্যবিত্তের। ৮০ থেকে  ১০০টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ। বিক্রেতারা বলছেন বিক্রিও তেমন নেই। জেলায় জেলায় পেঁয়াজের আগুন দামে কপালে ভাঁজ সকলেরই