West Bengal Weather Update: চাতক-অপেক্ষার শেষ, ক`দিন পরেই বাংলা জুড়ে অঝোরধারা বৃষ্টি! জেনে নিন, ঠিক কবে থেকে...
West Bengal Weather Update: সোম ও মঙ্গলবার ৬ মে ও ৭ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে উপকূলে বৃষ্টি শুরু হবে শনিবার থেকেই!
অয়ন ঘোষাল: তাপপ্রবাহ, হিটওয়েভ, হিট স্ট্রোক, লু-- এসবই কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। আজ, বুধবার ও আগামীকাল, বৃহস্পতিবার পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে। তবে এবার সেই আবহেই আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া-বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ঠিক কবে আসছে বৃষ্টি।
আরও পড়ুন: আগামীকালও তীব্র তাপপ্রবাহ! কিন্তু বৃষ্টি নিয়েও এল দারুণ সুখবর, জেনে নিন...
জানা গিয়েছে, তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা-সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই। দু-এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। থাকছে পশ্চিমের ৩-৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও।
আগামী সোম এবং মঙ্গলবার, যথাক্রমে ৬ ও ৭ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে। রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম-- এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টি চলবে। শনিবার ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি-- এই পাঁচ জেলায়। উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। তার পরেও গরম ও অস্বস্তি থাকবে নীচের দিকের জেলাগুলিতে।
আরও পড়ুন: Israel Palestine Conflict: গাজায় ধ্বংসস্তূপের নীচে ১০ হাজার লাশ! পচতে শুরু করেছে দেহ...
আগামী দুদিনে তাপমাত্রার পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রবিবারের মধ্যে। সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেমে স্বাভাবিকের কাছাকাছি হবে তাপমাত্রা। কলকাতায় আজ, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস।