আগামীকালও তীব্র তাপপ্রবাহ! কিন্তু বৃষ্টি নিয়েও এল দারুণ সুখবর, জেনে নিন...
West Bengal Weather Forecast: মঙ্গলবার সকালের আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে আগামী ৪ তারিখ পর্যন্ত সব জেলায় হিটওয়েভের সতর্কবার্তা থাকছে। এবার এসে গেল আজকের বিকেলের আবহাওয়ার পূর্বাভাস। জানিয়ে দিলেন আবহাওয়াবিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
দেবারতি ঘোষ: মঙ্গলবার সকালের আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে আগামী ৪ তারিখ পর্যন্ত সব জেলায় হিটওয়েভের সতর্কবার্তা থাকছে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতার কথা বলা হয়েছে। বলা হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছিল। বর্ধমান এবং বীরভূমেও গরম ও অস্বস্তিকর রাতের সতর্কতা রয়েছে। এবার এসে গেল আজকের বিকেলের আবহাওয়ার পূর্বাভাস। জানিয়ে দিলেন আবহাওয়াবিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা ৪২
![কলকাতা ৪২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/01/471838-hot-1.png)
তাপমাত্রা নিম্নমুখী
![তাপমাত্রা নিম্নমুখী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/01/471837-hot-2.png)
TRENDING NOW
তাপপ্রবাহ
![তাপপ্রবাহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/01/471836-hot-3.png)
বৃষ্টিপাতের সম্ভাবনা
![বৃষ্টিপাতের সম্ভাবনা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/01/471835-hot-4.png)
সাগরবাতাস
![সাগরবাতাস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/01/471833-hot-6.png)