প্রদ্যুৎ দাস: নারী সুরক্ষায় বাড়তি নজরদারির জন্য সদ্য গঠিত উইনার্স স্কোয়াড কে সঙ্গে নিয়ে রাতে বিশেষ অভিযান শুরু ট্রাফিক পুলিশের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ির কোতয়ালি থানা এলাকায় ইভটিজিং সহ নারীদের ওপর হওয়া নানান অপরাধ দমনে পথে নেমেছে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত এই উইনার্স স্কোয়াড।


কালো পোশাক, কোমরে ব্যাটন, নতুন স্কুটি এবং সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখার জন্য আধুনিক ব্যাবস্থা। এর সাহাজ্যেই জলপাইগুড়ি শহরে নারী সুরক্ষার কাজে ঝাঁপিয়ে পরেছে উইনার্স স্কোয়াডের সদস্যারা।


নারী সুরক্ষার পাশাপাশি পথচলতি দুচাকার চালকদের উপরেও রয়েছে নজর। এক হেলমেট বিহীন মহিলা স্কুটি চালকে থামিয়ে হেলমেট পরার উপকারিতা বুঝিয়ে দেবার দৃশ্যও দেখা গেছে শহরে।


আরও পড়ুন: Jalpaiguri: পদ্ম ছেড়ে 'ঝাড়ু'তে BJP নেতা, গঠিত হল AAP-র জলপাইগুড়ি জেলা কমিটি


একদিকে উইনার্স স্কোয়াড, তার সঙ্গেই রাতের শহরে ট্রাফিক আইন মেনে চলাচল করার বার্তা নিয়ে পথে চলছে  ট্রাফিক পুলিশের ডি এস পি, অরিন্দম পাল চৌধুরীর নেতৃত্বে বিশেষ নজরদারি দল।


এই প্রসঙ্গে ডি এস পি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী জানান, ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষকে সচেতন করার এই ধরণের কাজ যদিও সারা বছর ধরেই করে থাকে পুলিস, তবে এবার এর সঙ্গেই যুক্ত হয়েছে উইনার্স স্কোয়াড। ট্রাফিক আইনের পাশাপাশি রাতের শহরে নারী সুরক্ষার বিষয়টির উপরে আরোও বেশি নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)