নিজস্ব প্রতিবেদন: করোনাকালে নিরাপত্তার হাড়পাঁজরা বেরিয়ে পড়ল রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। চুরি গেল অক্সিজেন ফ্লো মিটার, ভাঙচুর হল অন্যান্য সরঞ্জাম। নিরাপত্তার জন্য পুলিস ফাঁড়ির দাবি করলেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Zee ২৪ ঘন্টার খবরের জের, অবশেষে গ্রামে ফিরল বীরভূমের সেই ১২ আদিবাসী পরিবার  


রায়গঞ্জ মেডিক্যাল কলেজের দশতলা সুপার স্পেশালিটি ভবনের চার তলায় রয়েছে মহিলা ওয়ার্ড। সেটি কোভিড ওয়ার্ড হিসেবে ব্যবহার হচ্ছিল। এখন রোগী অনেক কম। ফলে ওই তলটি অনেকটাই ফাঁকা ছিল। সেই সুযোগে সেখানে ঢুকে জলের নল, বেসিন, চিকিত্সা সরঞ্জাম ভাঙচুর করে দুষ্কৃতীরা। ওই তলে থাকা ৯০টি অক্সিজেন ফ্লো মিটারের(Oxygen Flow Meter) মধ্যে বেশ কয়েকটি উধাও বলে দাবি কলেজ কর্তৃপক্ষের।


আরও পড়ুন-Fake Vaccine Case: KMC-র বিশেষ কমিশনারের সই নকল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত


এদিকে, এই কোভিড ওয়ার্ডে চুরিই শুধু নয়, আরো বেশ কয়েকটি চুরির ঘটনা সম্প্রতি ঘটেছে বলে উল্লেখ করে পুলিস ফাঁড়ি স্থাপনের দাবিতে সড়ব হয়েছেন মেডিকেলের স্বাস্থ্যকর্মীরাও। রায়গঞ্জ মেডিকেলের (Raiganj Medical College)তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সমর্থিত স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক জানিয়েছেন, এর আগেও চুরির ঘটনা ঘটেছে। স্বাস্থ্যকর্মীরা এতে আতঙ্কিত। আমরা চাইছি দ্রুত এখানে পুলিস ফাঁড়ি তৈরি হোক।



এনিয়ে রায়গঞ্জ মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, বিষয়টি নজরে আসতেই রায়গঞ্জ থানায় জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে পুলিস আটকও করেছে। তদন্ত শুরু হয়েছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)