Zee ২৪ ঘন্টার খবরের জের, অবশেষে গ্রামে ফিরল বীরভূমের সেই ১২ আদিবাসী পরিবার

আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করায় সামাজিক বয়কট। 

Updated By: Jun 24, 2021, 09:09 PM IST
Zee ২৪ ঘন্টার খবরের জের, অবশেষে গ্রামে ফিরল বীরভূমের সেই ১২ আদিবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদন: জি ২৪ ঘন্টার খবরের জের। পুলিস ও বিডিও-র হস্তক্ষেপে সমস্যা মিটল। শেষপর্যন্ত গ্রামে ফিরলেন বীরভূমের ১২টি আদিবাসী পরিবার।

ঘটনাটি ঠিক কী? বীরভূমের কোপাইয়ের গোরাইপুরের আদিবাসী পাড়ায় থাকে ওই ১২টি পরিবার। এক আত্মীয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে সামাজিক বয়কটের মুখে পড়েছিল তারা। গ্রামে সালিশি সভায় বসিয়ে ওই ১২ টি পরিবারের সদস্যদের একঘরে করার কথা ঘোষণা করেছিলেন গ্রামের মাতব্বররা। গ্রামের পুকুর পর্যন্ত ব্য়বহার করত দেওয়া হচ্ছিল না! এই খবর জি ২৪ ঘণ্টায় সম্প্রচারিত হওয়ার পর গ্রামে যান সাঁইথিয়া থানার ওসি ও স্থানীয় বিডিও। বুঝিয়ে-সুঝিয়ে গ্রামে মাতব্বরদের সামাজিক বয়কট প্রত্যাহারে রাজি করান তাঁরা।

আরও পড়ুন: Kaliachak Murder: আসিফের বন্ধু সাবির-মাফুজকে ১০ দিন জেল হেফাজতের নির্দেশ আদালতের

কিন্তু আত্মীয় বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করায় কেন সামাজিক বয়কট? স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে স্থানীয় যুবক সুমন সোরেন গ্রামবাসীদের অমতে বিয়ে করেছিলেন। একইভাবে সামাজিক বয়কটের মুখে পড়তে হয় তাঁকে। সম্প্রতি সেই সুমনেরই ভাইজির বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ওই ১২ টি পরিবারের সদস্যরা। সেকারণে এই পরিণতি।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.