জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের হাতির হানায় মৃত্যু। গতকাল, সোমবার রাতে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শিবদয়াল ওরাওঁ (৫০)। বাড়ি দক্ষিণ ধুপঝোরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই ব্যাক্তি শৌচকর্ম করতে বের হন। ওই সময় গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে চলে আসে গ্রামের এলাকায়। অন্ধকার থাকায় শিবদয়াল হাতিটিকে দেখতে পাননি। তিনি একেবারে হাতির সামনে পড়ে যান। এরপর হাতির আক্রমণে মৃত্যু হয় ওই ব্যাক্তির। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যান ঘটনাস্থলে। লোকজনের চিৎকারে হাতিটি জঙ্গলে ফিরে যায়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather: ধেয়ে আসছে কালবৈশাখী, সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আতঙ্কের বসন্তবেলা...


পরে খবর পেয়ে এলাকায় পৌঁছন খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটেলি থানার পুলিসকর্মীরা। পুলিস দেহ উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।


কিছুদিন আগেই মালবাজার মহকুমার লাটাগুড়িতে জাতীয় সড়কে এসে দাঁড়িয়ে পড়েছিল হাতি। জঙ্গল-সংলগ্ন মহাকাল মন্দিরের কাছে জাতীয় সড়কে এক বিশাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে যাচ্ছিল। সেই সময়ে হাতিটি দাঁড়িয়ে পড়ে। জাতীয় সড়কের মাঝখানে হাতি দাঁড়িয়ে থাকায় রাস্তার দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা জাতীয় সড়কে দাঁড়িয়েছিল হাতিটি। রাস্তায় মাঝে-মধ্যেই হাতির দেখা মেলে। এটা চেনা ছবি। তবে এই ভাবে এতক্ষণ এর আগে কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকেনি কোনও হাতি। সেদিন বুনো হাতি এতক্ষণ সড়কে দাঁড়িয়ে থাকার ফলে নাজেহাল হন পথচলতি মানুষজন। সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্কও তৈরি হয়। থেমে যায় গাড়ি। তৈরি হয় যানজট। অবশেষে ঘটনা স্থলে আসেন বনকর্মীরা। হাতিটি জঙ্গলে ফিরে যায়।


আরও পড়ুন: Horoscope Today: মিথুনের সম্পত্তিক্রয়, কুম্ভের আর্থিক লাভ, মীনের বিদেশযাত্রা; জেনে নিন আজ কেমন কাটবে আপনার দিন...


এর কিছুদিন আগে হাতি সটান এসে হাজির হয়েছিল রিসর্টে! জলপাইগুড়ি গরুমারা-সংলগ্ন লাটাগুড়ি এলাকার এক বেসরকারি রিসর্টে এভাবে হাতির অনুপ্রবেশে সেবার তৈরি হয়েছিল ঘোর চাঞ্চল্য। আনন্দের পরিবেশও তৈরি হয়েছিল অবশ্য। রিসর্ট কর্তৃপক্ষ তো বটেই, পাশাপাশি ওই রিসর্টে আসা পর্যটকদের কানে হাতি আসার খবর পৌঁছতেই তাঁরা আনন্দিত হন। রিসর্টের ভেতরে থেকেই হাতির দর্শন পেয়ে যান তাঁরা। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)