নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্ক এবার খাস নবান্নে। মুখ্যমন্ত্রীর গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও তাই কড়াকড়ি নিষেধাজ্ঞা। জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর গাড়ির পাশে আর পার্ক করা যাবে না অন্য কোনও গাড়ি। দিনকয়েক আগে নবান্নের চৌদ্দতলায় কর্মরত বেশকয়েকজন আমলার গাড়ির চালকের কোভিড-19 পজিটিভ আসে। তারপরই, নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। এতদিন নবান্নের বেসমেন্ট মুখ্যমন্ত্রীর গাড়ি রাখা থাকত। এবার পার্কিং-এও তাই রদবদল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বাসে উঠলে কত দেবেন? মালিকদের প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা পৌঁছল পরিবহণ দফতরে


পাশাপাশি, পার্ক করা হত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব, রাজ্য পুলিসের ডিজি ও রাজ্যের নিরাপত্তা উপদেষ্টার গাড়িও। কিন্তু, করোনা ধরা পড়ার পর বদলাচ্ছে পুরনো নিয়ম। এবার থেকে আর বেসমেন্টে বাকিদের গাড়ি রাখা যাবে না। নবান্ন ক্যাম্পাসের মধ্যেই  ছড়িয়ে ছিটিয়ে রাখা হবে অন্যদের গাড়ি। সেক্ষেত্রে কার গাড়ি কোথায় থাকবে তারজন্য নির্দিষ্ট বোর্ডের ব্যবস্থা হচ্ছে। 


আরও পড়ুন: 'কাটা ঘায়ে নুনের ছিটে... করোনা এক্সপ্রেস-ই হবে আপনার প্রস্থান পথ', হুঁশিয়ারি অমিতের