নিজস্ব প্রতিবেদন: নির্বাচন কমিশন এবার কড়াকড়ি করতে চলেছে। আগের মতো আর বেপরোওয়া ভাবে বুথ ঢোকা যাবে না। বীরভূমের সাঁইথিয়ায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের সীমান্তে ভারত-চিন সেনার হাতাহাতি, PLA-র ২০ জন গুরুতর আহত


সাঁইথিয়ার(Sainthia) ওই সভায় তৃণমূল(TMC) ব্লক সভাপতি সাবের আলি বলেন, দল যেভাবে কাজ করছে তা খুব উত্সাহের। কিন্তু নির্বাচন কমিশন(EC) এবার যেভাবে আসছে, কড়াকড়ি করছে তাতে আমরা আগে যেভাবে বুথে ঢুকেছিলাম, যদিও গোপনীয় এটা, এবার তা পারব না। যেভাবে ভোটটা আগে করেছিলাম তা আর করা যাবে না। প্রত্যেকটা মানুষকে আমরা বুথে ঢুকিয়ে দিতাম বা নিজেরা বেপরোয়াভাবে বুথে ঢুকে যেতাম তা আর করা যাবে না।


আরও পড়ুন-নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আমায় টিজ করেছে: Mamata


তৃণমূল নেতার ওই  বক্তব্য নেট দুনিয়ার প্রচারিত হতেই তা ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠছে এবার, নির্বাচন কমিশন কড়াকড়ি করতে চলেছে ভেবেই কি আশঙ্কা দানা বাঁধছে বীরভূমের তৃণমূল শিবিরে? তাহলে কি আগের ভোটগুলিতে জালিয়াতি হয়েছে যা খোদ তৃণমূলের নেতার মুখ দিয়ে বেরিয়ে পড়ল? এমনই প্রশ্ন উঠছে জেলা রাজনৈতিক মহলে।