নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ছে। রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে একই দিনে মৃত্যু হল ৩ শিশুর। এরা সবাই পিকু-তে ভর্তি ছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃতদের মধ্যে রয়েছে শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা সহিদুল হক। বয়স ১১ বছর। এর পাশাপাশি মৃত্যু হয়েছে ধুপগুড়ির বাসিন্দা অয়ন বিশ্বাস(দেড় মাস) ও শিলিগুড়ির ফুলবাড়ির বাসিন্দা নিখাত পারভিনের। বয়স মাত্র আট মাস।


আরও পড়ুন-Nadia: সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দিচ্ছে বিজেপি নেতা! রণক্ষেত্র হাঁসখালি, গুলিবিদ্ধ ৪


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে খবর, মৃত শিশুদের জ্বর ও শ্বাসকষ্ট ছাড়াও অন্য়ান্য শারীরিক উপসর্গ ছিল। তবে চিকিত্সকেরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। প্রসঙ্গত, এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিক্য়ালের শিশু বিভাগে ভর্তি রয়েছে ৬০টি শিশু। এদের অনেকেরই জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে।


আরও পড়ুন-'কিসের আদালত অবমাননা, আমিই বাপ,' Biplab-মন্তব্যে Mamata বললেন, বিধ্বংসী মানসিকতা  


জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল নিখাত পারভিন। কিন্তু শেষপর্যন্ত রক্তে সংক্রমণ ধরা পড়ে তার। রবিবার মৃত্যু হয় নিখাতের। হাসপাতাল সূত্রে খবর করোনা টেস্ট করা হয়েছিল নিখাতের। কিন্তু তাতে নেগেটিভ পাওয়া যায়।


Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)