নিজস্ব প্রতিবেদন:  কালবৈশাখীর তুমুল দাপট দক্ষিণবঙ্গের চার জেলায়। লণ্ডভণ্ড বর্ধমান, হুগলি নদিয়া ও  উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে রাস্তায়-রাস্তায়। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: টানা বৃষ্টিতে মুখভার পাহাড়ের, অদৃশ কাঞ্চনজঙ্গা হতাশ করেছে পর্যটকদেরও


বাড়ি ভেঙে কালনা ও গুপ্তিপাড়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ১৫। জখমদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের দাপটে ঝড়ে ক্ষতিগ্রস্থ বাগদার মালিপোতা, কানিয়াড়া, বাজিতপুর-সহ একাধিক গ্রাম। বিপর্যস্ত হাঁসখালির বগুলা, রানাঘাট।


আরও পড়ুন- ১৪ মে ভোট? আজ স্পষ্ট করবে আদালত


 তুমুল ঝড়ে উপড়ে পড়েছে গাছ। ধসে গিয়েছে বাড়ির চাল। রানাঘাট-কৃষ্ণনগর-সহ বন্ধ বেশ কয়েকটি রুটের বাস চলাচল। বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুত্ সংযোগ।


কালবৈশাখীর তাণ্ডব কোচবিহারেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মেখলিগঞ্জ মহকুমার বিভিন্ন গ্রাম। ঝড়ের তাণ্ডব কোচবিহার শহরেও।বুধবারও দুই ২৪ পরগনা, হুগলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।