নিজস্ব প্রতিবেদন: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বিবাদের সূত্রপাত। শেষপর্যন্ত খুন হতে হল গৃহবধূকে। আর সেই ঘটনা পুলিসের কাছে ফাঁস করে দিল তিন বছরের শিশু। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মৃত ছেলের পাশে শুয়ে অসুস্থ মা, ৩ দিন পর দরজা ভেঙে উদ্ধার পুলিসের  


হরিশ্চন্দ্রপুরের কাউয়ামারি গ্রামের মাসতারা খাতুনের(২৮) বিয়ে হয় কয়েক কিলোমিটার দূরে সোনাকুলের রবিউল ইসলাম নামে এক যুবকের সঙ্গে। তাদের দুটি সন্তানও রয়েছে। একজনরে বয়স ৩ এবং অন্যজনের বয়স ২ বছর।


আরও পড়ুন-Jalpaiguri: জলসায় উদ্দাম নৃত্য বিজেপি বিধায়কের, সামাল দিতে 'হিমশিম' কেন্দ্রীয় বাহিনী


অভিযোগ কিছুদিন যাবত পাশের গ্রামের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রবিউল। এনিয়ে শুরু হয় ঘরোয়া বিবাদ। সেই বিবাদের জেরেই মাসতারার গলায় দড়ি জড়িয়ে খুন করে ৃ রবিউল। ওই চেপে দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হল না। গোটা ঘটনা ফাঁস করে দিল তার ৩ বছরের সন্তান। 


শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিস। আটক করা হয়েছে রবিউল ও তার মাকে। পলাতক রবিউলের বাবা আব্দুল বারেক।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)