নিজস্ব প্রতিবেদন : সুন্দরবনের হেড়োডাঙা থেকে উদ্ধার হওয়া বাঘটিকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হল আজমলবাড়িতে। তিন মাস আগে জুলাই মাসে লোকালয়ে চলে আসে বাঘটি। ধরা পড়ে বন দফতরের হাতে। বাঘটির সামনের ডান পায়ে আঘাত ছিল। বনকর্তাদের অনুমান, এলাকা দখলকে কেন্দ্র করে অন্য কোনও বাঘের সঙ্গে লড়াইয়ে আহত হয়েছিল বাঘটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই তিন মাস ঝড়খালিতে রেখে সেই আঘাত সারিয়ে তোলেন চিকিত্সকেরা। আট বছরের পূর্ণবয়স্ক বাঘটিকে এরপর শুক্রবার ভোরে ছেড়ে দেওয়া হল আজমলবাড়ির জঙ্গলে। ছাড়া পেয়েই লাফিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় দক্ষিণ রায়। বনকর্তাদের দাবি, বাঘটি এখন সম্পূর্ণ সুস্থ। এখন সে শিকারের খোঁজ করতে সক্ষম।



আরও পড়ুন, আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছাল চারটি নতুন ক্যাঙ্গারু