উল্টোরথ ঘিরে রণক্ষেত্র নাগেরবাজার, জখম ২ বিজেপি কর্মী, আটক ২
তৃণমূল কাউন্সিলরের দাবি, বিজেপি অযথা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে।
নিজস্ব প্রতিবেদন : উল্টোরথকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ নাগেরবাজারে। ধুন্ধুমার। আর তাতে জখম হয়েছেন রাজা দাস ও জয়ন্ত দাস নামে দুই বিজেপি কর্মী। বিজেপি নেতাদের মারধরের অভিযোগে ২ জনকে আটক করেছে দমদম থানার পুলিস। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।
আহতরা বর্তমানে আর জি কর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলরের দাবি, পাড়ায় পাড়ায় বচসার জেরে এই ঘটনা। এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। বিজেপি অযথা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে।
আরও পড়ুন, ৪৮ ঘণ্টাতেই অবস্থান 'বদল', কাঁচড়াপাড়া পুরসভায় প্রেস্টিজ ফাইট 'জয়' তৃণমূলের
শুক্রবার রাতে হামলার ঘটনাটি ঘটে নাগেরবাজার এলাকার আর এন গুহ রোডে। বিজেপির অভিযোগ, উল্টোরথ উপলক্ষে সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই তাণ্ডব চালায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কোপ মারা হয় দুজনকে।