নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল বিজেপি সংঘর্ষে চলল গুলি। পুলিস গুলি চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিস। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের ৫ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



জানা গিয়েছে, কাটমানি ইস্যুতে মেখলিগঞ্জের উচলপুকুরিতে গ্রাম পঞ্চায়েতের দফতরে তালা ঝোলায় বিজেপি। মঙ্গলবার সকালে খবর পেয়ে সেই তালা খুলতে যান তৃণমূল কর্মী সমর্থকরা। তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরুহয়। ইঁট, পাথর, তির ধনুক নিয়ে চলে দুপক্ষের সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গেলে, পরিস্থিতি আরও খারাপ হয়। পুলিসকে ঘিরেও চলে বিক্ষোভ।


 কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে আপাতত স্বস্তিতে মুকুল রায়, ঢুকতে পারবেন নদিয়ায়


সংঘর্ষে পুলিস ৫ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ বিজেপির। যদিও গুলিচালনার কথা অস্বীকার করেছে পুলিস। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে থমথমে এলাকা। মোতায়েন পুলিস।