নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের (TMC) বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে (Jamalpur)। মৃতের নাম গৌতম ঘোষ। বয়স ৪৮ বছর। এই ঘটনায় বিজেপির (BJP) বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে মৃতের পরিবার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জামালপুরের (Jamalpur) বৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা ছিলেন গৌতম ঘোষ। এদিন সকালে পাশের গ্রাম বসন্তবাটির মসজিদতলার কাছে একটি আমগাছের ডালে গৌতম ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মৃতের ছেলে আকাশ ঘোষের অভিযোগ, ওই এলাকার বিজেপি (BJP) কর্মীরা তার বাবাকে খুন করেছে। পরিবারের আরও অভিযোগ, এলাকার চার বিজেপি কর্মী বিগত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের (TMC) বুথ সভাপতি গৌতম ঘোষকে হুমকি দিচ্ছিলেন। তাদের দাবি, ওই বিজেপি কর্মীরা-ই খুন করেছেন গৌতম ঘোষকে। খুনের পর দেহ গাছে ঝুলিয়ে দিয়েছে।


আরও পড়ুন, প্রশিক্ষণের সময়ে বন্দুকে বিস্ফোরণ, Jammu-তে প্রাণ হারালেন বাঙালি জওয়ান


আকাশ ঘোষ আরও জানান, মঙ্গলবার রাত ১১টার সময় বাবার মোবাইলে একটা ফোন আসে। তারপরই বাবা বাইরে বেরিয়ে যান। রাতভর আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুজি শুরু হয়। কিন্তু রাতে কোথাও তাঁর খোঁজ মেলেনি। এরপরই এদিন সকালে পাশের গ্রামে গৌতম ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার খবর দেন স্থানীয় বাসিন্দারা।


এই ঘটনায় অভিযুক্ত বিজেপি (BJP) কর্মীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মৃতদেহ উদ্ধারে বাধা দেন পুলিসকে। পরে মেমারি-তারকেশ্বর রোড অবরোধ করেন। টায়ার ও খড় জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী-সমর্থকরা। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় নেতৃত্ব।


আরও পড়ুন, 'বাংলায় শুধু একা একজন মেয়ে নয়, অনেক সন্তান-সন্ততি আছে', তীব্র কটাক্ষ Rajib-এর