দেবজ্যোতি কাহালি: মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ফের উত্তপ্ত দিনহাটা। এবার তৃণমূল প্রার্থীর বাড়ি ও গাড়িতে ভাঙচুর! অভিযোগের তির বিজেপির দিকে।  ঘটনাস্থল, দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ির সিঙ্গিজানি এলাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রের খবর, ভেটাগুড়িতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মন। রাতে বাড়িতে বসে দলের কর্মীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনা করছিলেন তিনি। অভিযোগ, তখনই অতর্কিতে তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনকী, ভাঙচুর চালানো হয় গাড়িতেও!


ব্যবধান মাত্র ঘণ্টা দেড়েকের।  দিনহাটারই ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলে আবার তৃণমূল নেতা সুনীল রায় ও দলের কর্মীদের উপর হামলা অভিযোগ ওঠে। 'আক্রান্ত'  হন অঞ্চল সভাপতি সুনীল রায়।  কেন? দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন দলের কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শেষপর্যন্ত পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে।


আরও পড়ুন:  Panchayat Election 2023: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের টাকা লাফিয়ে কত হবে, জানিয়ে দিলেন শুভেন্দু


উদয়ন গুহ বলেন, 'মাঝে-মধ্যেই অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, মারপিট করছে। অথচ এখানে পুলিসের ক্যাম্প আছে, দিনহাটা থানার পুলিস আছে। তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বারবার বলা সত্ত্বেও। আমরা বলেছি, মানুষের অসুবিধা করার দরকার নেই। মুখ্য়মন্ত্রী জেলায় আছেন। FIR করুক। পুলিসকে আমরা জানিয়েছি। দেখি কী ব্যবস্থা নেয়, না হলে আমরা অন্যরকম পথে নামব'।


এদিকে পঞ্চায়েত ভোটের প্রচারে এখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। আজ, ররিবারই কোচবিহারে পৌঁছন তিনি। আগামিকাল, সোমবার সভা। গত পঞ্চায়েত ভোটে কোচবিহার কার্যত নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। কিন্তু ২০১৯-এ লোকসভা ভোটে হাতছাড়া হয়ে গিয়েছে জেলার দুটি আসনই। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)