সুতপা সেন: 'মিনাখাঁয় জালিয়াতি করেই মনোনয়ন জমা দিয়েছেন শাসকদলের প্রার্থী'! তাহলে? মনোনয়ন খারিজ হয়ে যাওয়ার সম্ভবনা প্রবল। কমিশন সূত্রে তেমনই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? উত্তর ২৪ পরগনার মিনাখাঁর কুমারজোল এলাকার তৃণমূল নেতা মহিউদ্দিন গাজী। স্থানীয় পঞ্চায়েতে মহিলা সংরক্ষিত আসনে প্রধান ছিলেন তাঁর নাজমা বিবি। আসনটি এবার ওবিসি সংরক্ষিত। ফলে মহিউদ্দিন নিজেই ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন।


এদিকে কমিশনের ওয়েবসাইটে ওই তৃণমূল নেতার নাম দেখেই হাইকোর্টে মামলা করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, মহিউদ্দিন  এখন বিদেশে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই সৌদি আরবে চলে যান তিনি। বস্তুত, এই মামলায় আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় অভিবাসন মন্ত্রক, সেই রিপোর্টেও উল্লেখ, '৪ জুন হজের উদ্দেশে ভারত ছাড়েন মহিউদ্দিন গাজি'। 


আরও পড়ুন: Panchayat Election 2023: বাম-তৃণমূলের যৌথ বোর্ডে হয়েছে উন্নয়ন, এবার কে জিতবে খেপুত পঞ্চায়েত?


বিদেশ থেকে কীভাবে মনোনয়ন? কমিশনকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কমিশন সূত্রে খবর, পুলিসের রিপোর্টে জালিয়াতির প্রমাণ পাওয়া গিয়েছে। হাইকোর্টকে জানানো হবে, মিনাখাঁয় জালিয়াতি করেই মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী মহিউদ্দিন গাজী'। সেক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে মনোনয়ন।


এর আগে, যেদিন প্রথম হাইকোর্টে এই মামলা শুনানি হয়, সেদিন  রাজ্যের তরফে আদালতে জানানো হয়, 'প্রার্থীর প্রস্তাবক মনোনয়ন জমা দিয়েছেন। স্ক্রুটিনি পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি'।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)