নিজস্ব প্রতিবেদন:  বেছে বেছে শুধুমাত্র যুব তৃণমূল কর্মীদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। অন্য দল নয়,  খোদ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধেই অভিযোগ আক্রান্তদের। ওই নেতা বা তাঁর অনুগামীরা অভিযোগ না মানলেও থমথম করছে দিনহাটার আবুতারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অফিসে সহকর্মীকে দিনের পর দিন যৌনহেনস্থা


এক রাতের তাণ্ডবে পুড়ে খাক সব কিছু। কোনও ক্রমে রক্ষা পেয়েছেন জ্বলন্ত বাড়িতে আটকে পড়া এক বৃদ্ধা। শুধু বাড়িই নয়। দুষ্কৃতীতদের তাণ্ডবে পুড়ে ছাই রেশন দোকানে মজুত চালও। কিন্তু কেন এভাবে হামলার মুখে পড়তে হল এই যুব তৃণমূল কর্মীদের?


আবুতারার এই ঘটনায় ফের একবার সামনে এল কোচবিহারে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই। আক্রান্তদের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছেন তৃণমূলেরই ব্লক সভাপতি।


আরও পড়ুন: ছোট্ট সেই পৌলমীর ফুল তোলার হাত এখন ‘কৃত্রিম’


এদিকে, দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি মীর হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যুব তৃণমূল কর্মীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন তাঁর অনুগামীরা। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা রয়েছে আবুতারায়। বন্ধ স্কুল , দোকান বাজার।